‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া টাইগার ক্লাবের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই খেলা উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য সেলিম মুন্সীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ব্যবসায়ী ইবরাহীম ভুইয়া, সাংবাদিক এম ফয়জুল ইসলাম। উদ্বোধনী ম্যাচে নাগেরকান্দি একাদশকে ৬-১ গোলে হারিয়েছে সাহেবনগর বন্ধুমহল একাদশ। খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী রুহেল বাবু, সহকারী রেফারী কামাল উদ্দিন ও হেলাল মিয়া খেলাটি পরিচালনা করেন। ধারা ভাষ্যকার ছিলেন, মোহাম্মদ রাসেল, মহসীন ও সানি।
উদ্বোধনী ম্যাচে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক সাইদুল ইসলাম, টাইগার ক্লাবের সদস্য গোলাম সারওয়ার, কামাল উদ্দিন, আহসান হৃদয়, মাইন উদ্দিন ও লিয়াকত মিয়া প্রমুখ।