মুরাদনগরে আনুষ্ঠানিক ভাবে ৪০ ছাত্রকে সবক প্রদান

সাজ্জাদ হোসেন, মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ৪০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ওই সবক প্রদান করেন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান। মাদরাসার পরিচালক কাজী মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহাম্মেদ, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন।

মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নোমান আহম্মেদ কাসেমীর উপস্থাপনায় সবক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ বাশারত ভুইয়া, উম্মে সাকিনা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা আবু ইউসুফ, হিলফুল ফুজুল শিশু সদনের পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক হাফেজ ওমর ফারুক, তমিজ উদ্দিন মাদরাসার পরিচালক হাফেজ ওবায়েদ উল্লাহ ও সমাজ সেবক কবির হোসেন প্রমুখ।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ