‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি-সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উৎসবমূখর পরিবেশে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে এফবিসিসিআই’র সাবেক দু’বারের সভাপতি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে একটি বনার্ঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কৃষি বিভাগের প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: নুর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সেলিম ভুইয়া।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম তুহিন, কৃষক প্রতিনিধি সামছুল হক সামসু, বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষক কৃষানীবৃন্দ।
বক্তারা পুষ্টি সমৃদ্ধ খাদ্য শষ্য উৎপাদন, উচ্চমূল্যের ফসল উৎপাদন ও জনগণের সুষম খাদ্যগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা করেন।