কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গরিব, দুঃস্থ, অসহায় ও অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরন করেছেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দুই শতাধিক গরিব, দুঃস্থ, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের সামনে কম্বল বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঁইয়া জনী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান সৈয়দ সওকত আহমেদ, আবুল বাশার খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান প্রমুখ।