কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি গরীব, দুস্থ, অসহায় ও দরিদ্র লোকের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নের ১৯৮টি ওয়ার্ডের সাড়ে ১৪ হাজার লোকের মধ্যে ওই শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সকল ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের দিয়ে ওই শাড়ি লুঙ্গি পৌঁছে দেওয়া হয়।
এ সময় কেন্দ্রিয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ