মুরাদনগরে কর্মী সম্মেলনে গোলাম কিবরিয়া সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে

মো. সাজ্জাদ হোসেন, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর আমতলী বাজারে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র, জনতা ও নাগরিক কমিটির কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক তারিকুল ইসলাম।

বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক গোলাম কিবরিয়া সরকার বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাহসিকতার অপর নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্রদের লড়াকু ও সাহসী ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে।
গোলাম কিবরিয়া সরকার শনিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর আমতলী বাজারে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র, জনতা ও নাগরিক কমিটির কমর্ী সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পিতা ও আকুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মোঃ শিক্ষক বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, এম এ জাহের মুন্সী, মিনহাজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী।
কামরুল হাছান কেনাল ও সফিকুল ইসলাম ভুইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইবরাহীম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাদিব বিন জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন সদস্য সচিব মহিউদ্দিন, শিক্ষার্থী কেয়া আক্তার, আল-আমিন বাহার, এনামুল হক, মোহাম্মদ ইউনুছ, শংকর চন্দ্র পাল, এনামুল আলম, একরাম হোসেন ভুইয়া, জালাল হোসেন, নুরে আলম সিদ্দিকী, খোরশেদ আলম, জামাল হোসেন,তুরাব আলী, সাবেক ছাত্রনেতা একরাম হোসেন ভুইয়া ও খোরশেদ আলম ভুইয়া প্রমুখ।
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণ করে গোলাম কিবরিয়া সরকার বলেন, তাঁদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীন ও মুক্তভাবে বক্তব্য দিতে পারছি। আন্দোলনে শহিদ হওয়ার ঘটনাকে অনেক মর্যাদার উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা সত্য ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন। ছাত্রদের এই অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সাম্প্রতিক আন্দোলনে ছাত্রদের অবদান তুলে ধরে তিনি আরো বলেন, ছাত্ররা বারবার দেশের কল্যাণে রক্ত দিয়েছে কিন্তু ছাত্রদের আন্দোলনের সফলতা ছাত্ররা সবসময় পায়নি, ছাত্ররা বারবার বঞ্চিত হয়েছে। এবার সুযোগ এসেছে, ছাত্রদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে। ছাত্ররা শিক্ষাজীবন শেষ করে যেন কর্মসংস্থান করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, তরুণদের যোগ্য হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। # #
মোঃ সাজ্জাদ হোসেন
০৯-০২-২০২৫
০১৬১২-৪৪০০০০

আরো দেখুনঃ