কুমিল্লার মুরাদনগরে গোমতী নদী থেকে আনসার বিডিবি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। স্ত্রী সোমা রানী দাস ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল দাসের ছেলে সমীর চন্দ্র দাস চট্টগ্রাম জেলা আনসার বিডিবি চাকুরী করেন।
দুই দিন পূর্বে চট্টগ্রাম থেকে ছুটিতে বাড়ীতে এসে গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে বসে তাস খেলছিলেন।এমতাবস্থায় কে বা কাহারা তাস খেলোয়ার দিকে টর্চের আলো জ্বালিয়ে ভয় প্রদর্শন করলে সমীর চন্দ্র দাস গোমতী নদীতে ঝাঁপ দেয়। পরে সবাই খোঁজা খুঁজির পর আজ দুপুরে গোমতী নদীতে সমীর চন্দ্র দাসের লাশ ভেসে উঠতে দেখলে পুলিশকে খবর দেওয়ায়, পুলিশ এসে নিহত সমীর দাশের লাশ উদ্ধার করে।
মুরাদনগর থানার ওসি কামারুজ্জামান তালুকদার বলেন, সমীর চন্দ্র দাসের লাশ গোমতী নদী থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে কেউ অভিযোগ দাখিল করে নাই। অভিযোগ পেলে যথাযথ প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।