সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, মুরাদনগর থানার এসআই পলাশ বড়–য়া।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
এফআর/অননিউজ