​মুরাদনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

​সাজ্জাদ হোসেন, মুরাদনগর:

​”দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই লক্ষ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় কবি নজরুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিষের চাহিদা পূরণ ও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে প্রাণিসম্পদ খাতের কোনো বিকল্প নেই। সরকার দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। খামারিরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করলে দেশ প্রাণিসম্পদে আরও স্বাবলম্বী হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ। বক্তারা উন্নত জাতের পশু পালন ও আমিষের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

​উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল নোমান সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সফল খামারিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরী ও পোল্ট্রি খামারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ