জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কোম্পানীগঞ্জের একটি রেস্টুরেন্টে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল বাশার খান।
উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমকেআই জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, বাংলাদেশ মাফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম চৌধুরী, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তরুন।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সাংবাদিক এন এ মুরাদের উপস্থাপনায় ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, দেবিদ্বার উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ভিপি ময়নাল হোসেন, উপজেলা সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি পাপিয়া সরকার, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, কোম্পানীগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক চন্দন বনিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কাইয়ুম পাটোয়ারী, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, আক্তার হোসেন ভুইয়া, আজিজুল হক, দৈনিক ইনকিলাবের দেবিদ্বার প্রতিনিধি ফারুক হোসেন জনি, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি জহির উদ্দিন শাহিন ও অর্থ সম্পাদক আলম সামস প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক মাওলানা আবু ইউসুফ। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন, উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক হাফেজ নজরুল ইসলাম।
শান্ত/অননিউজ