কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ১৭টি বে-সরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক ও বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৬টি ট্রেডে প্রশিক্ষণ এবং অনুদানপ্রাপ্ত ৩৭০ জনকে সনদ বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই চেক ও সনদ তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনী। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলেটর জাহিদুল ইসলাম।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোচাগড়া শান্তির নীড় সমাজ কল্যাণ সংঘের সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, দক্ষিণ আলীরচর জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামাল হোসেন, বড়ইয়াকুড়ি মর্তুজ আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাহেদুল আলম সাহেদ, সহ-সভাপতি সৈয়দ রাজিব আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদ ও বেলাল উদ্দিন আহম্মেদ প্রমুখ।