মুরাদনগর প্রতিনিধি।।
সারা দেশের ন্যয় কুমিল্লা মুরাদনগরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোমনা পৌরসভার মেয়র নুজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, সদস্য জাকির হোসেন আজাদ, হোমনা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী ইলিয়াস, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফখরুর ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আউয়াল মীর, মুরাদনগর থানা ছাত্রলীগের যুগ্ন স্ধারণ সম্পাদক শাহরিয়ার হাসান নিসু।
সভাপতির বক্ত্যবে ম. রুহুল আমিনের বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় আজকের এ দিনটি। বঙ্গবন্ধুকে হত্যার পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। রাজাকার আলবদর এদেশকে নেতৃত্ব শূন্য করতে সেদিন এ হত্যাকান্ড চালিয়ে ছিল। রাষ্ট্র বিরোধী এই চক্রটির অনুসারিরা এখনো দেশ এবং দেশের বাহিরে বসে নেতৃত্ব শূন্য করতে বিভিন্ন্ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপশক্তিকে ধাবিয়ে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে আবারো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন পোদ্দার, কৃষকলীগ নেতা হানিফ মিয়া,প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন , উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান মুন্সী। সব শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ।
এফআর/অননিউজ