কুমিল্লার মুরাদনগরের পাঁকদেওড়া গ্রামের বুড়ী নদী থেকে চলতি বছরের জানুয়ারি মাসে উদ্ধার করা হয়েছিল অর্ধ-গলিত অজ্ঞাত যুবকের মরদেহ। মৃতদেহ উদ্ধারের তিনমাস পেরিয়ে গেলেও লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়নি বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশি সূত্রে জানা যায়, গত ১০জানুয়ারী মঙ্গলবার পাঁকদেওড়া গ্রামের বুড়ি নদীতে আনুমানিক ৩০-৩৫ বছরের যুবকের গলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই দিনই লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পরণে ছিল কালো রঙের ফুল হাতা শার্ট, নেভীবøু জিন্স প্যান্ট, পায়ে সাদা রংয়ের ক্যাটস জুতা এবং মাথার লম্বা চুলগুলো ছিলো বাঁধা অবস্থায়। এবিষয়ে বাঙ্গরা থানার মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-০৯।
বাঙ্গরা বাজার থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা হবে।