কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী ‘কৃষক জিএপি সার্টিফিকেশন’ বিষয়ক অর্ধশত কৃষক কৃষানী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষানার্থীদের সনদ বিতরণ করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (শস্য) আল মামুন রাসেল।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক মোশাররফ হোসেন মনির ও সাজ্জাদ হোসেন প্রমূখ।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com