কুমিল্লার মুরাদনগর আসন থেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকালে বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠের ওই অনুষ্ঠানে হাজারো নেতা, কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশাজীবী মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয় উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি।
এ সময় আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারকে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা, মানপত্র ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে বাবুটিপাড়া গ্রামবাসী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস.টি আহমেদ ফয়সাল, সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, আবুল কালাম আজাদ, ইকবাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আক্তার মায়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাকারিয়া সরকার, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য এবিএম আমিরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান।
বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবদুল বারি সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত হোসেনের উপস্থাপনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইবরাহীম মাঝি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল জলিল।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন মুন্সি, সাবেক সভাপতি তমিজ সরকার, সাবেক সহ-সভাপতি হাসেম বিডিয়ার, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবদুল খালেক সরকার, শহীদুল ইসলাম মাস্টার, মোস্তফা বিডিয়ার, ফজলুর রহমান মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এফআর/অননিউজ