কুমিল্লার মুরাদনগর উপজেলা নাগরিক ঐক্য পরিষদের আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদের বাসবভনে ওই ইফতার অনুষ্ঠিত হয়।
অধ্যাপক সাইফুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কার্যকরি পরিষদের সভাপতি তারেক আব্দুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট আতিক উল্লাহ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল্লাহ পলাশ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোস্তাক আহমেদ মাসুদ, পার্থ সারথী দত্ত, হাবিবুর রহমান, মোস্তফা কামাল, আক্তার হোসেন মেম্বার, আশরাফুল ইসলাম মেম্বার ও আব্দুর রহিম প্রমুখ।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, মাওলানা ইয়াকুব আলী।
এফআর/অননিউজ