কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামের কাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে বইছে শোকের মাতম।
নিহত শিশু কাজী ইয়াছিন আরাফাত(৪) উপজেলার কালারাইয়া গ্রামের কাজী তানভীর মিয়ার ছেলে ও রোজা মনি(৩) একই বাড়ীর মিদন মিয়ার মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি ইয়ছিন আরাফাতের বাবা কাজী তানভীর জানান, সকাল ৮ টার দিকে আমার ভাইয়ের মেয়ে রোজা মনি ও আমার ছেলে ইয়াছিন আরাফাত দুজন মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষন পর তাদের দুইজনকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে দুই পরিবারের সদস্যরা চারদিকে খোঁজতে থাকি। খোঁজাখুঁজির একপর্যায় পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে তাৎক্ষনিক তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতারের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
কালারাইয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার বিকালে শিশু দু‘জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এফআর/অননিউজ