কুমিল্লার মুরাদনগরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত মুজিব বর্ষের একক গৃহ উদ্বোধন সংক্রান্ত প্রেস ব্রিফিং (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, আজ (বুধবার) তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ১১৫টি পরিবারকে জমিসহ গৃহপ্রদান কার্যক্রম উদ্বোধন করা হবে।
প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, মুরাদনগর থানার ওসি (তদন্ত) আজিজুল বারী, সহকারী প্রোগ্রামার রাফীদ উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম সরকার, জাকির হোসেন, সাজ্জাদ হোসেন, আক্তার হোসেন ভুইয়া ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।
এসব নতুন ঘরে উঠতে পারবে জেনে খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন।
ইতোমধ্যে ১১৫টি ঘর নির্মাণ ও ভূমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। এদিকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলার শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা মৌজায় ১৩টি, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কাছারীকান্দি মৌজায় ৩৬টি, কামাল্লা ইউনিয়নের কামাল্লা মৌজায় ০৩টি, ধামঘর ইউনিয়নের পরমতলা মৌজায় ২০টি, জাহাপুর ইউনিয়নের কেওটগাঁও মৌজায় ২১টি, দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি মৌজায় ০৪টি, পাহাড়পুর ইউনিয়নের চরকখোলা এলাকায় ১৮টিসহ মোট ১১৫টি নতুন গৃহসহ খাসজমি উপকারভোগীদের মাঝে বরাদ্দের জন্য চূড়ান্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ন প্রকল্প। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।