কুমিল্লার মুরাদনগরে প্রয়াত তিন ইউনিয়ন পরিষদ সচিবের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির মুরাদনগর উপজেলা শাখা (বাপসা)।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভ‚ঞা জনী। উপজেলা বাপসা সভাপতি চন্দন কুমার দাশ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা বাপসা'র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গরীবে নেওয়াজ শাকিল।
প্রয়াত ইউপি সচিব সৈয়দ আবদুল হাকিম, আকরাম হোসেন ও প্রদীপ সূত্রধর স্মরণে উপজেলা বাপসা'র সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কাজী তুফরীজ এটন, হাজী আবদুস সামাদ মাঝি, তৈয়বুর রহমান তুহিন, ইউপি সচিব নাঈম সরকার।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, দপ্তর সম্পাদক এম ফয়জুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন, কুমিল্লা জেলা বাপসা'র সহ-সভাপতি মীর শহিদুল হক, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে কুমিল্লা জেলা ইউনিয়ন পরিষদ সচিব কল্যাণ তহবিল থেকে প্রয়াত ইউপি সচিব প্রদীপ সূত্রধরের স্ত্রী স্বপ্না রানী সূত্রধরের হাতে অনুদানের এক লাখ টাকার চেক প্রদান করা হয়। স্মরণ সভার শুরুতে দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মুফতী সাদিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ইউপি সচিব হাজী ফজলুল হক ও গীতা পাঠ করেন, ইউপি সচিব দিলীপ কুমার দাস।