কুমিল্লা জেলার মুরাদনগরে ফসলের মাঠ মাতাবে নতুন জাতের আউশ ধান-৯৮। আউশ মৌসুমে এটি আশা জাগানো উচ্চ ফলনশীল নতুন জাত এটি। প্রচলিত মেগা ভেরাইটি ব্রি ধান ৪৮ থেকে এই জাতের ধানগুলো চিকন, ফলনও বেশি হয়। মাঠে ধানটির জীবনকালেও পাওয়া যাচ্ছে ব্রি ধান ৪৮ এর চেয়ে ৪ থেকে ৮ দিন কম সময়ে। সব মিলিয়ে কৃষকদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে ব্রি-৯৮ জাতটি।
গতকাল শনিবার দুপুরে ভূবনঘর মাঠে মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। এসময় উপস্থিত ৩৭০ জন কৃষকদের মাঝে ব্রি ধান-৯৮ ও সার বিতরণ করেন তিনি। বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন। কৃষকদের মাঝে বক্তব্যে সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন শামসুল হক শামছু ও মুখলেছুর রহমান।
শান্ত/অননিউজ