হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও আদর্শ সকলের মাঝে তুলে ধরতে কুমিল্লার মুরাদনগরের উপজেলা পরিষদ কবি নজরুল মিলনায়তনে উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হয়েছে দেয়াল পত্রিকা প্রদর্শনী। স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন(এফসিএ) উপস্থিত থেকে উক্ত প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।
প্রাক-প্রাথমিকের শিশুদের কোমল হাতে তৈরী দেয়াল পত্রিকাগুলোতে চিত্রায়িত হয়েছে জাতির পিতার বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি, আদর্শ জীবনাচার, জাতির পিতার করা বিখ্যাত উক্তি সমূহ, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ ভূমিকা প্রভৃতি।
প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা প্রফুল্লচিত্তে বলেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসমাপ্ত। জাতির পিতাকে নিয়ে এধরনের উদ্যোগ প্রকৃতপক্ষেই প্রশংসার দাবিদার। জাতির পিতার সমন্ধে সকলে জানতে পারবে, বিশেষকরে প্রাথমিকের শিশুরা জাতির পিতাকে নিয়ে চর্চা করেই এগুলো তৈরি করেছে। তাদের বাস্তব জীবনে জাতির পিতার আদর্শ ফুঁটিয়ে তুললে আগামীর বাংলাদেশ হবে বিশ্বের কাছে বরেণ্য।