মুরাদনগর বন্ধু পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে তিনশত পিছ কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ৪ নং পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নে হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি।
বন্ধু পরিষদের সভাপতি হাজী আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শেখ জাকির হোসেন, দেবীদ্বার উপজেলা শালঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল আউয়াল,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম। জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার মায়া, উপজেলা ছাত্রলীগর সাবেক সভাপতি সৈয়দ রাজীব আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হোসেন ঠাকুর দুলাল, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বকুল, আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুদ্দীন সরকার রিপন প্রবাসী মোঃ শাহিন প্রমুখ।
এফআর/অননিউজ