কুমিল্লার মুরাদনগরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার দুপুর একটার দিকে উপজেলার রামচন্দ্রপুর মুরাদনগর সড়কের নেয়ামতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরন্নাহার(৩২) উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের মাহুতিকান্দা গ্রামের বধু মিয়ার স্ত্রী। আহতরা হলেন, কামাল্লা গ্রামের তারু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০), রাজনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়া (২০), কামাল্লা গ্রামের সিএনজি চালক পলাশ (৪০)।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় রামচন্দ্রপুর থেকে ছেড়ে আসা টিপু ফ্যাশন নামক চট্টগ্রামগামী বাসটি মুরাদনগর থেকে আসা সিএনজির মুখোমুখি হলে নেয়ামতপুর গ্রামে ঘটনাস্থলেই নুরুন্নাহার নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়। বাসটি পুলিশের হেফাজতে আছেন । আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এফআর/অননিউজ