মুরাদনগরে বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও ৮টি মোবাইল ছিনতাই

সাজ্জাদ হোসেন, মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে এক বিকাশ এজেন্টের ১২ লাখ টাকা ও ৮টি মোবাইল ছিনতাই হয়েছে। সোমবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ডের কুমিল্লা ট্রান্সপোর্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভূক্তভোগি বিকাশ এজেন্টের মালিক আল-আমিন (৩০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সে নবীপুর পূর্ব ইউনিয়নের গকুল নগর গ্রামের শহীদ মিয়ার ছেলে।

ভূক্তভোগি আল-আমিন বলেন, প্রতিদিনের মতো সোমবার সকাল আনুমানিক ৯টায় দোকান খুলতে যাই। দোকান খোলার সময় পাশে রাখা মোবাইল ও টাকা ভর্তি ব্যাগটি চোখের পলকে কে-বা কারা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করতে পারেনি। টাকা ও মোবাইল না পেলে আমাকে পথে বসতে হবে। কেননা ধার-কর্জ করে এ ব্যবসা দাঁড় করিয়েছি।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, বিষয়টির জোর তদন্ত চলছে। আশা করছি টাকা ও মোবাইল সহসাই উদ্ধার হবে।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24

আরো দেখুনঃ