কুমিল্লার মুরাদনগর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে সংবর্ধণা দিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)। বুধবার বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে ওই সংবর্ধণা দেওয়া হয়।
উপজেলা সচিব সমিতির সভাপতি ও পাহাড়পুর ইউপি সচিব চন্দন কুমার দাসের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক ও আন্দিকুট ইউপি সচিব জাকির হোসেনের উপস্থাপনায় বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বাসপার সহ-সভাপতি ও নবীপুর (পূর্ব) ইউপি সচিব হাজী ফজলুল হক, মুরাদনগর সদর ইউপির সাবেক সচিব রফিকুল ইসলাম, ধামঘর ইউপি সচিব নাইম সরকার, শ্রীকাইল ইউপি সচিব জাফর আহমেদ, আকুবপুর ইউপি সচিব আনিছুর রহমান, পূর্বধইর (পূর্ব) ইউপি সচিব সোহরাব হোসেন, পূর্বধইর (পশ্চিম) ইউপি সচিব সাদ্দাম হোসেন, বাঙ্গরা (পূর্ব) ইউপি সচিব মোজাম্মেল হক, বাঙ্গরা (পশ্চিম) ইউপি সচিব শাহজালাল, চাপিতলা ইউপি সচিব শাহবাজ রাজীব, কামাল্লা ইউপি সচিব জাকির হোসেন, যাত্রাপুর ইউপি সচিব জোসনা বেগম, রামচন্দ্রপুর (দক্ষিন) ইউপি সচিব কামাল হোসেন, রামচন্দ্রপুর (উত্তর) ইউপি সচিব আবু ইউসুফ, মুরাদনগর সদর ইউপি সচিব ইসমাইল হোসেন, নবীপুর (পশ্চিম) ইউপি সচিব দিলীপ চন্দ্র রায়, জাহাপুর ইউপি সচিব সহিদ মিয়া, ছালিয়াকান্দি ইউপি সচিব লিটন চন্দ্র দাস, দারোরা ইউপি সচিব কাজী তাজুল ইসলাম, বাবুটিপাড়া ইউপি সচিব জালাল আহম্মেদ ভুইয়া ও টনকি ইউপি সচিব কবির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ সম্প্রতি ফেনি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন পান।