তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গতকাল শনিবার (০৬-১২-২৫ইং) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন পীর কাশিমপুর রাইহাতুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তার বক্তব্যে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, "দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ম্যাডামের দীর্ঘ ও সুস্থ জীবন অপরিহার্য। এই দুঃসময়ে তার উপস্থিতি দেশপ্রেমিক জনতার জন্য অনুপ্রেরণা।"
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা আহ্বায়ক মোঃ আখতারুজ্জামান, সদস্য সচিব এফ. এম. তারেক মুন্সী এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আক্তার রুবি।
এছাড়াও, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সোহেল সামাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান সহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com