কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ গেইটের অপর পাশে অবস্থিত খালে দীর্ঘদিনের ময়লার স্তুপ পরিষ্কার করেছেন, উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর।
বৃহস্পতিবার বিকালে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় ওই ময়লা পরিষ্কার করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয় উপজেলাবাসীকে।
উপজেলা পরিষদ গেইটের অপর পাশে অবস্থিত খালে দীর্ঘদিন ময়লা আবর্জনা জমে উপজেলাবাসীর ভোগান্তি ছিল চরমে। পথচারীদের ও উপজেলা পরিষদ গেইটের পাশেই ময়লা থাকায় উপজেলা পরিষদে সেবা নিতে আসা গ্রহীতাদের পোহাতে হতো অসহনীয় যন্ত্রণা। পুকুরটি ময়লা মুক্ত করায় অগণিত পথচারী ও এলাকাবাসী মুক্তি পেয়েছে দুর্ঘন্ধ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নিজে ময়লার স্তুপে নেমে ময়লা পরিষ্কার করেছেন। তাঁর এ উদ্যোগ প্রমাণ করে উপজেলার মানুষকে সেবা দিতে তিনি নিজেকে কতটা বিলিয়ে দিচ্ছেন। এই ময়লা পরিষ্কার করায় আমাদের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘব হয়েছে। আমাদের চেয়ারম্যান প্রকৃতপক্ষেই জনবান্ধব নেতা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com