মুরাদনগরে মার্কিন দূতাবাস প্রতিনিধির কৃষি কার্যক্রম পরিদর্শন

মুরাদনগর প্রতিনিধি।।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও তানভির আহমেদ মুরাদনগরে উপজেলা কৃষি কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় করেন ।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সাথে এ মতবিনিময় করেন তাঁরা।

মতবিনিময় কালে উভয়ে কৃষির নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় ঢাকাস্থ মার্কিন প্রতিনিধি জেলেস্কি মুরাদনগর উপজেলার কৃষি কার্যক্রম সম্পর্কে জেনে সন্তুষ্টি প্রকাশ করেন।

মতবিনিময় শেষে মিস সারাহ ও তার দল বি-চাপিতলায় এক কৃষক সভায় উপস্থিত হন। সেখানে সরিষা , গম , ও তিশির ফসলি জমি পরিদর্শন করেন। সরিষার বাম্পার ফলন দেখে মিস সারাহ কৃষকের প্রশংসা করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার রিপন মিয়া, সুফি আহমেদ, মাইনুল হাফিজ বিজয়, টুম্পা দাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পু বলেন, মার্কিন প্রতিনিধিরা সাক্ষাৎ শেষে কৃষি মাঠ পরিদর্শন করেন । সেখানে মাঠের ফসল ও আমাদের কৃষি কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ