মুরাদনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাহাঙ্গীর আলম সরকার এমপি
মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরের নবাগত সংসদ সদস্য কর্তৃক অসহায় নিপীড়িত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ কবি নজরুল মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণ শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের কক্ষে সাংবাদিক সম্মেলনে নবাগত সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মুরাদনগরকে গুছিয়ে পরিচ্ছন্ন করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। জিপি বন্ধ করার কথা ছিলো, জিপি বন্ধ করেছি। আমি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। দলের ভালোর জন্য সব রকমের পদক্ষেপ নেওয়া হবে। দলীয় নেতাকর্মীদের এক করে সংগঠনকে ঢেলে সাজাবো। নেতার বৈশিষ্ট্য হবে কর্মীর ভালোমন্দ দেখাশোনা করা। আমার বাসায় কেউ আসলে খেয়েছে কিনা খোঁজ খবর রাখা। আমার কাছে আসতে কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি সাধারণ মানুষের পাশে রয়েছি।
স্থানীয় মানুষজন বলছেন, নতুন সংসদ সদস্য হিসেবে প্রতিশ্রুতি গুলো পূরণ করছে। আগামীতেও সকল প্রকার প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা রাখি। জনগনের দুঃখ লাঘব করে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে। নতুন করে সড়ক, সেতু সবকিছুর উন্নয়ন করবে তিনি।
এফআর/অননিউজ