মুরাদনগর দেশের সর্বপ্রথম সম্পূর্ণ তথ্যপ্রযুক্তি নির্ভর জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ই›স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার রেজাউল করিমের মুরাদনগর টিমের উদ্যোগে ইফতার মাহফিল ও মাসিক বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের অপরপাশে অরেঞ্জ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের মিলনায়তনে উক্ত সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোনালী লাইফের ইউনিট ম্যানেজার রফিকুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসাইন, প্রধান বক্তা ছিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র ইউনিট ম্যানেজার শাহিন আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মোঃ মাসুক মিয়া, সিনিয়র ফিনান্সিয়াল এসোসিয়েট আবুল হোসেন প্রিন্স। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার সকল ফিনান্সিয়াল এসোসিয়েটগণ ও আমন্ত্রিত অতিথিরা।
সোনালী লাইফ ইন্সুইরেন্সের বিভিন্ন কর্মকাÐ তুলে ধরে বক্তারা বলেন, দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করে পরিচালিত হওয়ায় ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে অসংখ্য পদকে ভূষিত হয়েছে। ২০২২ সালে সোনালী লাইফ ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড ব্যবসার সফলতার স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক মানের ক্রেডিট রেটিং এএ+ অর্জন করে। সোনালী লাইফ ই›স্যুরেন্স কোম্পানি ৪র্থ প্রজন্মের বীমা কোম্পানি গুলোর মধ্যে সর্ব প্রথম সল্প সময়ের মধ্যে দাপটের সাথে শেয়ার বাজার প্রবেশ করেছে। বাংলাদেশে প্রথম, মেয়াদ পূর্তির টাকা নির্ধারিত তারিখে প্রাপ্তির শতভাগ নিশ্চয়তা প্রদান করে। মৃত্যুদাবিসহ যেকোন সহযোগী বীমা দাবি সবোর্চ্চ রেকর্ড ৭দিনের প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। ৰাহকের প্রিমিয়াম জমা প্রদান ও পেমেন্ট প্রাপ্তিতে হাতে-হাতে অর্থ লেনদেন প্রথা বাতিল করে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে অনলাইনে সকল সেবা প্রদান নিশ্চিত করে। সোনালী লাইফের সিইও মীর রাশেদ বিন আমানের গতিশীল নেতৃত্বে সোনালী লাইফ সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাচ্ছে, তার অভীষ্ট লক্ষ্যে।
শান্ত/অননিউজ