কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। কামাল্লা ডি.আর.এস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত সভাপতি সবুর খান।
সাধারণ সম্পাদক মোমেন সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক খাইরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব সেলিম সরকার, ইউনিয়ন তাতী লীগের সভাপতি আবুল বাশার খান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সহ-সাধারণ সম্পাদক জাকির আল মাসুদ, উপজেলা কৃষকলীগের সদস্য জজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, জয়নাল আবেদীন, ইউনিয়ন তাতী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সাবেক মেম্বার শাহজালাল, মুরাদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল সরকার।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ব আহবান জানান।