কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা বাজার থেকে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। আটক মেহেদী হাসান জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দারোরা বাজারের সালাউদ্দিন বোডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে যায় মেহেদী হাসান। দোকানদারকে দেওয়া মেহেদী হাসানের টাকা সন্দেহ হয়। তখন বিকাশ দোকানদার আশ-পাশের লোকজনকে জানালে লোকজন হুমড়ি খেয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ২৬টি এক হাজার টাকার জালনোটসহ আটকে রাখে। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কবল থেকে ২৬টি এক হাজার টাকার জালনোটসহ মেহেদী হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ২৬টি এক হাজার টাকার জালনোটসহ মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিষয়ে মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।