পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আমেরিকা প্রবাসী কলম্বিয়া ইসলামিক বিশ^বিদ্যালয়ের অধ্যাপিকা সৈয়দা সুফিয়া আক্তারের অর্থায়নে ৪শ’ দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী ও গরুর গোশত বিতরণ করেছেন সৈয়দা রানী মা কল্যাণ ট্রাস্ট। গতকাল বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ।
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, এম ফিরোজ মিয়া, রফিকুল ইসলাম চৌধুরী খোকন।
সাংবাদিক হাবিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, জহিরুল হক বাবু, সমাজ সেবক ছিদ্দিকুর রহমান মাস্টার, ইউপি সদস্য সেলিম মুন্সী, সৈয়দা রানী মা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহজাহান সরকার ও অর্থ সম্পাদক আব্দুল মুনাফ প্রমুখ।