কুমিল্লার ঐতিহ্যবাহী মুরাদনগর ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে হাসপাতাল রোডের রাজ্জাক প্লাজার অস্থায়ী কার্যালয়ে বুধবার ওই ইফতার মাহফিল হয়। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন মাওলানা আমজাদ হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা ডেভেলাপমেন্ট কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দিদারুল আলম, মুরাদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, সাধারণ সম্পাদক অরূপ নারায়ন পোদ্দার পিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হারুনুর রশীদ নাজু, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহম্মেদ, ক্লাবের সদস্য আব্দুল বাতেন সরকার, বিঞ্চুপদ সাহা, গোলাম মোস্তফা ভুইয়া, সাংবাদিক শামীম আহম্মেদ, ফয়জুল ইসলাম ফয়সাল ও জয়নাল আবেদীন প্রমুখ।