মুরাদনগর থানার সামনে পুলিশ পরিচয়ে ব্যাবসায়ীর লাখ টাকা ছিনতাই

সাজ্জাদ হোসেন।।

কুমিল্লার মুরাদনগর থানার সামনে পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যান আটকিয়ে এক মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে মুরাদনগর থানায় প্রবেশের মূলফটকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সঞ্জিত চন্দ্র সরকার (৫২) উপজেলার পাহাড়পুর গ্রামের মনোরঞ্জন চন্দ্র সরকারের ছেলে। মৎস্য ব্যবসায়ী মনোরঞ্জন চন্দ্র সরকার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমি মাছ ক্রয় করে শহরে নিয়ে বিক্রি করি। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানা এলাকা থেকে মাছ ক্রয় করতে যাই। সেখানে যে পরিমাণ মাছ ক্রয় করার কথা ছিল তা করতে না পারায় আমার কাছে নগদ এক লক্ষ টাকা থেকে যায়।

রাত ১টার দিকে পিকআপ ভ্যানে করে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায় আসলে পুলিশ পরিচয়ে একটি সাদা প্রাইভেটকার ও দুইটি মোটর সাইকেলে থাকা ৬ জন ব্যক্তি আমাদেরকে আটকায়। তখন তারা তল্লাশি করতে চাইলে আমরা তাদেরকে থানায় যেতে বলি। এক পর্যায়ে তারা আমাদেরকে থানার মূলফটকের সামনে নিয়ে যায়। আমরা থানার ভিতরে প্রবেশ করতে চাইলে তারা জোরপূর্বক সেখানে গাড়ি তল্লাশি শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে পিকআপ ভ্যানের ড্রাইভারের কাছে থাকা দুই হাজার টাকা ও তার কাছে রাখা আমার ১ লক্ষ টাকা তারা মারধর করে জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে আমরা পুলিশের সহযোগিতা চেয়ে ডাকাডাকি করলে
তারা দ্রত সেই প্রাইভেটকার ও দুইটি মোটরসাইকেল যোগে গোমতী নদীর বেরীবাঁধের উপর দিয়ে পশ্চিম দিকে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানো হলে তারা পরদিন সকালে থানায় অভিযোগ নিয়ে আসতে বলেন। বুধবার সকাল ১০টায় অভিযোগ নিয়ে থানায় গেলেও দুপুর পর্যন্ত থানায় কর্মরত কেউই আমার অভিযোগ গ্রহণ করতে রাজি না হওয়ায় বাড়ি চলে আসি।

মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একে/অননিউজ24

আরো দেখুনঃ