মুরাদনগর প্রতিনিধি।।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান। গতকাল বুধবার বিদ্যালয় অডিটোরিয়াম হতে শোভাযাত্রা বের হয়ে প্রদক্ষিণ করে উপজেলার বিভিন্ন সড়ক।
শিক্ষার্থীদের মাঝে শিশু রাসেলের ইতিহাস ও তার শৈশব তুলে ধরতে প্রদর্শন করা হয় প্রমাণ্যচিত্র। বিদ্যালয় আঙ্গিনায় রোপন করা হয় বিভিন্ন প্রকারের বৃক্ষ। শেখ রাসেলকে নিয়ে রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগীতা অংশকারী সকলের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সম্পর্কিত বই।
পুরস্কার বিতরণের সমাপ্তিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষকরা। শেখ রাসেলের নির্মম হত্যা কাণ্ড ইতিহাসের কালো অধ্যায় উল্লেখ করে বক্তারা বলেন, শিশু হয় ফুলের মতো পবিত্র। কিন্তু শিশু হবার পরেও কতিপয় সেনা কর্মকর্তারা তাকে হত্যা করেছিল৷ জতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে ডিজিটাল শিক্ষায় সকলকে শিক্ষিত হতে হবে।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com