মেক্সিকোর আকাপুলকোতে হারিকেন ওটিসের তাণ্ডবে অন্তত ২৭ জন মারা গেছে, ক্ষতি হয়েছে ব্যাপক। কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
দেশটির নিরাপত্তা মন্ত্রী রোজা আইসেলা রদ্রিগোয়েজ এক সংবাদ সম্মেলনে বলেন, ঝড়ের কারনে ২৭ জন মারা গেছে, আহত হয়েছে ৪ জন। বেশিরভাগ মৃত্যু নদীর পানিতে ভেসে গিয়ে হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওটিস ঘন্টায় ২৭০ কিলোমিটার বেগে আকাপুলকোর ওপর দিয়ে বয়ে যায়। এ সময়ে বাড়ি ঘরের জানালার কাঁচ ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া ঝড়ে বেশ কিছু ভবনের ক্ষতি হয়। উঁচু ভবনের দেয়ালে ফাঁকা গর্তের সৃষ্টি হয়।
দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাদর বুধবার দুর্গত এলাকা পরিদর্শনে যান। ভূমিধসের কারনে সড়ক বন্ধ হয়ে পড়ায় কর্মকর্তাদের পায়ে হেঁটে পথ পাড়ি দিতে হয়।
মেক্সিকো সিটিতে ফিরে লোপেজ এই ঝড়কে বিপর্যকর বলে বর্ণনা করেন। ওই এলাকার বাসিন্দা এরিক হার্নান্দেজ(২৪) বলেছেন, আকাপুলকোতে পুরোপুরি বিপর্যয় ঘটে গেছে। এরকমটা আগে কখনও ঘটেনি।
উল্লেখ্য, বিশ্ব আবহাওয়া সংস্থা হারিকেন ওটিসকে রেকর্ডকৃত সকল গ্রীস্মমন্ডলীয় ঝড়ের মধ্যে সবেচেয়ে দ্রুত ও তীব্রতর বলে বর্ণনা করেছে।
সূত্র: বাসস
এফআর/অননিউজ