চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারি অধ্যাপক মাও. মো. সাইফুল্যাহ, আরবি প্রভাষক মাও. গোলাম নেওয়াজ, ফাতেমা আক্তার, ইংরেজী প্রভাষক আবু সাঈদ, বাংলা প্রভাষক জোস্না আক্তার, সহকারি শিক্ষক মাও. মোশারফ হোসেন, বুলবুল আহমেদ বাবুল, কবির হোসেন, সালেক উল্যাহ, মাহবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।