ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলেদের তিনটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ জুন) সকাল ১০টায় মনপুরার মেঘনার শেষপ্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় ইলিশ শিকারের সময় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি মনপুরা উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার তিনটি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়। তবে নয়ন ও দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।
জনতা মাছ ঘাটের আড়ত মালিক এনাম হাওলাদার জানান, বুধবার ওই ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল জানান, ট্রলারডুবির ঘটনায় এখন আর কেউ নিখোঁজ নেই।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com