রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদের মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছানোর পর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার রাত একটার দিকে নারায়ণগঞ্জ থেকে মরদেহটি গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়। সেখানকার জানাজায় সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে মরদেহ নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারটির এমন আকস্মিক দুর্ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।
সূত্রঃ somoytv
আই/অননিউজ২৪।।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com