হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নড়াইল সদর হাসপাতাল চত্বরে নড়াইল জেলার মেডিকেল টেকনোলজিষ্টদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ঘটনার প্রতিবাদকারীদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগ দেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন দর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু, মেডিকেল টেকনোলজিষ্ট দুলাল চন্দ্র গাইন, সুজয় কুমার বিশ্বাস, আশিষ বিশ্বাস, বীনা রানী বিশ্বাস, মানিক চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বক্তারা, অবিলম্বেব হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপশি কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবী জানান। অন্যথায় আগামীতে করোনার পরীক্ষা বন্ধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধনে নড়াইল সদর হাসপাতাল সহ লোহাগড়া ও কালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিষ্টরা অংশগ্রহণ করেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।