ময়মনসিংহ জেলায় কর্মরত সর্বস্তরের মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বহির্বিভাগ প্রাঙ্গণে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলাম এর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর(২০২১) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন। বক্তাগণ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকা নিয়োগ পুনরায় চালুর দাবি তুলে ধরেন। এ সময় শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট দাবি সম্বলিত ব্যানার হাতে সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ কামরুজ্জামান ফারুক, মোঃ শহীদুল ইসলাম (এসএমটি), মোঃ আবু সাইফ সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ মোজ্জেন খান, মোঃ রেজাউল করিম রাকিব, ওয়াদুদ আহমেদ বাচ্চু, আজিজুর রহমান রাসেল প্রমূখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।