কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা তাজুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আবদুল কুদ্দুস, ইউপি সদস্য আল-আমিন খন্দকার, ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন, সাবেক সদস্য তৌহিদুল ইসলাম খন্দকার।
সহকারী শিক্ষক মোসলেহ উদ্দিন ও মহসীন সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ছিদ্দিকুর রহমান মাস্টার, আলী আশরাফ মেম্বার, সিরাজুল ইসলাম, আবদুল কাইয়ুম খন্দকার, মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন, আনোয়ার হোসেন, ইউপি সদস্য আলেয়া বেগম, আক্তার হোসেন মেম্বার, শাহজাহান সিরাজ, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম, ছাদেক হোসেন ও রোকসানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে ১৩৫টি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এফআর/অননিউজ