আজ সকালে রাজবাড়ী কালুখালীর মৃগী ইউনিয়নে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. ফাহাদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ফাহাদ মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আজ বুধবার ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুই স্কুলছাত্র আহত হয়েছে। আহতরা হলেন, নাঈম ও ইমন। নিহত ফাহাদ মৃগী জর্দার বাড়ীর জহুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল নিয়ে একসাথে যাচ্ছিল কয়েকজন বন্ধু। পরে চরপাতুরিয়া নামক এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হন ফাহাদ, নাঈম ও ইমন। পরবর্তীতে, তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস স্কুলছাত্র ফাহাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
সূত্র : বিডি টুয়েন্টিফোর রিপোর্ট ডট কম
এফআর/অননিউজ