নওগাঁয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল আওয়াল সুমন (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের নওগাঁ-রাণীনগর আঞ্চলিক সড়কের ইলশাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
সুমন হোসেন ওই ইউনিয়নের গাংজোয়ার এলাকার আলেফ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুমন মোটরসাইকেল নিয়ে রানীনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদ/অননিউজ