মোল্লাহাটে রবিবার(৪ মার্চ) বিকালে এনআরবি ব্যাংকের গ্রাহক সমাবেশ, আর্থিক সাক্ষরতা ও রেমিটেন্স বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত এনআরবি ব্যাংকের মোল্লাহাট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে এ সমাবেশ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের ডেপুটি হেড অব বিজনেস, এজেন্ট ব্যাংকিং ডিভিশন মোঃ আমিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী অফিসার এজেন্ট ব্যাংকিং মোঃ মাহামুদুল হাসান। সভাপতিত্ব করেন মোল্লাহাট শাখার এজেন্ট মতিউর রহমান। পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ ফরহাদুজ্জামান। আরো উপস্থিত ছিলেন সদস্য স ম সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, শারমিন সুলতানা, তাকিয়া বেগম, প্রমুখ।
এফআর/অননিউজ