মোল্লাহটের মোল্লারকুল শহিদ শেখ আবুনাসের যুবসংঘের উদ্যোগে, মোল্লারকুল মাঠে অনুষ্ঠিত ৮দলীয় ভলিবল টুর্নামেন্ট সোনাপুরা ভলিবল দল চ্যাম্পিয়ন ও বুড়িগাংনী ভলিবল দল রানার্স আপ হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ আশারাফ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ জিকরুল আলম মিয়া, এন এস আই এডি মোঃ ইকবাল হোসেন লিটন, ইউপি সদস্য মোল্লা শহিদুল ইসলাম, মোঃ আইয়ুব আলী মোল্লা, লায়েক আলী কাজী, মোল্লা জালাল উদ্দিন, এম এম ওবায়দুল ইসলাম, মোঃ জামির মোল্লা, মোঃ আলীম মোল্লা, প্রমুখ।
এফআর/অননিউজ