বাগেরহাটের মোল্লাহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে বিকাল ৪ টায় এ অভিযান শেষ হয়। অভিযান চলাকালীন সময়ে মোল্লাহাট বাজারের ২১টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনিয়ম, অব্যবস্থাপনা, পণ্যের মেয়াদ উত্তীর্ণ, খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণসহ অপরাধ ও অনিয়মের কারণে আর্থিক জরিমানা করা হয়। মেজর সোহেল আরমান, ক্যাপ্টেন রোহিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মো::শফিকুল ইসলাম ও সেনা ওয়ারেন্ট অফিসার মোঃ সোলায়মান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২১ দোকানকে বিভিন্ন অংকের মোট ২ লক্ষ ১৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজারে অবস্থিত খান বেকারীকে সিলগালা করা হয়।
একে/অননিউজ24