মোল্লাহাটে আইনশৃঙ্খলার উন্নতি- ওসি ফজলুল হকের উদ্যোগে কমেছে অপরাধ।
মোহাম্মাদ আলী মোহন, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক গত ১৮/৬/২০২৫ তারিখে যোগদানের পর এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কমে এসেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ওসি ফজলুল হক যোগদানের পর নিয়মিত টহল, বিশেষ অভিযান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা ও হাটবাজারে পুলিশের উপস্থিতি বাড়ানোসহ বিভিন্ন উদ্যোগ নেন। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা।
মোল্লাহাটের শিংগাতি গ্রামে দীর্ঘদিনের দুই পক্ষের বিরোধ নিরসনেও ভূমিকা রাখেন তিনি। কয়েক দফা বৈঠকের মাধ্যমে দুই পক্ষকে বসিয়ে সমঝোতায় আনতে সক্ষম হন। স্থানীয়দের ভাষ্য, এতে গ্রামে উত্তেজনা কমে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে।
ওসির নেতৃত্বে পরিচালিত অভিযানগুলোতে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৩ কেজি গাঁজা, ১০০ লিটার চোলাই মদ এবং ৫০ পিস ইয়াবা। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি।
এ ছাড়া ডিবি পুলিশের সহায়তায় পরিচালিত এক বিশেষ অভিযানে এ বছরের ২৬ জুন সন্ধ্যায় মোল্লাহাট আবুল খায়ের সেতুর টোল এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলিসহ ১১জনকে গ্রেপ্তারের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন উপজেলার সচেতন মহল।
পুলিশের তথ্য অনুযায়ী, ওসি ফজলুল হক যোগদানের পর থেকে উপজেলায় খুন, ডাকাতি, ধর্ষণ বা দস্যুতার মতো বড় কোনো অপরাধের ঘটনা ঘটেনি।
এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আগের তুলনায় এখন নিরাপত্তা অনেক বেশি অনুভব করছেন তাঁরা। সন্ধ্যার পরও মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে ওসি ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমি আমার সহকর্মীদের নিয়ে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য, এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছি।