বাগেরহাটের মোল্লাহাটে আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়
সর্বত্র আমরা” মূলমন্ত্রের আলোকে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বাগেরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও ওসি (তদন্ত) মোঃ মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা খানম। অন্যন্যদের মাঝে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হাফেজা খানম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ। উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন ইউনিটের প্রতিবেদন পাঠ করেন উপজেলা সহকারি কোম্পানী কমান্ডার শেখ লিটন, ইউনিয়ন দলপতি মোঃ আইয়ুব আলী মোল্লা ও রাফেজা আক্তার। সালামী প্রদান করেন উপজেলা আনসার ওভিডিপি কমান্ডার শেখ শহিদ।